পবিপ্রবিতে সিএসই অনুষদের যুগপূর্তি
নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের এক যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সিএসই অনুষদ।
সকালে আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
এর পর যুগপূর্তির কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড.মো. শামসুদ্দীন।
আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ, অত্র অনুষদের ডিন প্রফেসর মো. আলী আজগর ভূইয়া, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Facebook Comments