‘টাইটানিক’ নিয়ে ১৯ বছর পর কেটের স্বীকারোক্তি
১ min read
১৯৯৭ সালে ‘টাইটানিক’ মুক্তি পেয়েছে। দীর্ঘদিন ছবিটির অন্তিম মুহূর্তে জ্যাকের মৃত্যু নিয়ে ভক্তরা প্রশ্ন করে আসছেন কেট উইন্সলেটকে। এতদিন তিনি ভাবতেন, প্রেমিকার জীবন বাঁচাতেই জ্যাকের এ করুণ মৃত্যু।
কিন্তু দর্শকের মতে, ছবির ক্লাইমেক্স দৃশ্যে টাইটানিক ডুবে যাওয়ার পর জ্যাক এবং রোজ যে কাঠের দরজা খুঁজে পান, এটিতে দু’জনের পক্ষেই অবস্থান করা সম্ভব ছিল। কিন্তু ছবিতে দেখানো হয় ভিন্ন চিত্র। সেখানে জ্যাক দরজার ওপর আশ্রয় নিতে গিয়ে ব্যর্থ হন এবং রোজকে বাঁচিয়ে রাখার জন্য ঠাণ্ডা পানিতে আত্মাহুতির সিদ্ধান্ত নেন।
জরিপ মতে, এ দৃশ্য অনেক বেশি দর্শককে বিরক্ত করে এবং তারা প্রকৃতপক্ষেই মনে করেন, দরজাটি দু’জনের জন্যই বড় ছিল। সম্প্রতি টিভি হোস্ট জিমি কিমেল এ থিওরি নিয়ে প্রশ্ন করলে কেট উইন্সলেট বলেন, ‘আমি ভক্তদের সঙ্গে একমত। আমিও মনে করি, তার এ মৃত্যুটা যথাযথ নয়। দরজার ওপর ইচ্ছা করলে নিজেকে সে ফিট রাখতে পারত।’ এন্টারটেইনমেন্ট উইকলি পত্রিকার এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি।