“কেনা-বেচা”র অনুমতি পেতে রিয়ালের আপিল
একটা ক্লাবের প্রাণ খেলোয়াড় কেনাবেচা। সেটা যখন ওই ক্লাব করার অনুমতি পায় না, তখন দমবন্ধ অবস্থা সৃষ্টি হওয়া তাদের জন্য সাধারণ ব্যাপার। আর সেটাই হয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এই অবস্থা থেকে মুক্তি পেতে ফিফার কাছে আপিল করেছে ক্লাবটি।
রিয়ালের দাবি, তারা কোনো ধরনের অনিয়ম করেনি। ফুটবলার কেনাবেচা করতে নিষেধাজ্ঞা পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারাও আপিল করেছে।
রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নেয়ার মতো নয়। আশা করি আপিলের পর বিষয়টি পরিষ্কার হবে।
চলতি মৌসুমে কোপা ডেল রে থেকেও বহিষ্কৃত হয়েছে রিয়াল। অন্যদিকে দলের বাজে পারফর্মের কারণে কোচ রাফায়েল বেনিতেজকে সরিয়ে দিয়েছে ক্লাবটি। সবমিলিয়ে কিছুটা অগোছালো পরিবেশ বিরাজ করছে রোনালদোদের অন্দরে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এই অবস্থা থেকে সহসাই মুক্তি মিলছে না জিদান-বাহিনীর।