কলেজছাত্র সোহেল হত্যা মামলা তুলে নিতে পরিবারের সদস্যদের হত্যার হুমকি
রাজাপর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্র সোহেল রানা হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা তুলে নিতে সোহেল রানার পরিবারের সদস্যদেরহুমকি দিচ্ছে আসামীরা। গতকাল বৃহস্পতিবার সোহেল রানার পরিবার একসংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। এমনকি মামলা তুলে না নিলে সোহেল রানার মত তার পরিবারের সকল সদস্যকে একইভাবে হত্যা করা হবে বলেহুমকি দেয়া হচ্ছে। সকালে জেলা শহরের একটি বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত সোহেল রানার ভাই মো. হেলাল হোসেন।তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজের ছাত্র সোহেলরানাকে গত ২৬ আগষ্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শুভ ও তার বাবা আব্দুল্লাহ আল মাহাবুবসহ কয়েকজন সন্ত্রাসীরাসোহলে রানাকে নির্মনভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ওই দিন রাতেনিহত কলেজ ছাত্র সোহেল রানার বাবা মো. আমজেদ ফকির বাদি হয়েরাজাপুর থানা হত্যা এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখপূর্বক ১২ জনের নামেহত্যার ধারায় মামলা দায়ের করেন। পুলিশ শুভর মা নারগিস আক্তার নাসিমাকেগ্রেফতার করলেও অন্য কোন আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। কিছুদিন পূর্বে নাসিমা জামিন যায়। বর্তমানে নাসিমাসহ মামলারআসামীরা বিভিন্নভাবে মামলা তুলে নেয়ার জন্য সোহেল রানার পরিবারকেহুমকি দিচ্ছে, অন্যথায় সোহেল রানার পরিবারের সকলকেও হত্যা করা হবে বলেহুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে কলেজ ছাত্র সোহেল রানা বাবা আমজেদফকির ও মা রাজিয়া বেগম উপস্থিত ছিলেন। রাজাপুর থানার পুলিশপরির্দশক (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, বিষয়টির তদন্ত চলছেএবং আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হুমকি ও চাঁদা দাবির ঘটনায় প্রতিপক্ষবড়ইয়া গ্রামের আব্দুল্লাহ আল মাহবুরের নামে থানায় জিডি (নং-৫৫৫,১৬/০৮/২০১৫), র্যাবের কাছে অভিযোগ দায়ের এবং ঝালকাঠি আদালতে ৩লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুল্লাহ আল মাহবুব, লিটনহাওলাদার ও মিল্টন হাওলাদারের নামে এ কলেজ ছাত্রের পিতা আমজেদ আলী ফকিরমামলা (নং-এমপি ১১৭/১৫ “রাজা”, তারিখ ২৩/০৮/২০১৫) করার পর স্থানীয়ওই প্রতিপক্ষরা তাকে ও তার ছেলেসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়েআসছিল। ওই প্রতিপক্ষরাই কলেজছাত্র সোহেল রানাকে পরিকল্পিতভাবে হত্যাকরেছে বলে অভিযোগ তার পিতা আমজেদ ফকিরের।