বেনাপোল সীমান্তে ১৫ পিস স্বর্ণেরবার সহ যুবক আটক
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনাকালে ভারতে পাচারের সময় ১ কেজি ৭শ ৫০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ রানা হামিদ নামে একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামী- রানা হামিদ (২৬) সে বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে।
পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার লাবলু মিয়া জানান, আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক স্বর্ণ চোরাকারবারি স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে খলসি বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫টি সোনারবার সহ রানা হামিদ নামে এক যুবককে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।