দুই নায়িকা নিয়ে শুটিং শুরু করলেন অভিষেক বচ্চন
১ min read
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। প্রতি বছরই এক-দুইটি সিনেমা নিয়ে হাজির হন তিনি। সেগুলো যেমন আলোচিত হয় তেমনি পায় দর্শক প্রশংসাও। গত বছরের শেষ দিকে তার অভিনীত ‘লুডো’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
এবার অভিষেক ভক্তদের জন্য এলো আরও একটি সুখবর। চলতি বছর ‘দাশভি’ নামক একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। যেখানে তিনি অভিনয় করবেন ইয়ামি গৌতম ও নিমরত কৌরের বিপরীতে।
সম্প্রতি বচ্চন জুনিয়র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার একটি ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সেখানে দেখা মিলেছে গোঁফসহ এক নতুন অভিষেকের। ছবির ক্যাপশনে অভিষেক জানান, আজ (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং।
এ সিনেমাটি পরিচালনা করবেন তুষার জালোতা। চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ।