রাজধানীর ৩০ হাজার গণপরিবহনের টার্মিনাল নেই
১ min read
রাজধানীর নানা রুটে চলছে ৩০ হাজারের চেয়ে বেশি গণপরিবহন। তবে বিশাল সংখ্যার এসব যানবাহন রাখতে নেই আলাদা কোনো টার্মিনাল। রুট পারমিটে নিজ দায়িত্বে গাড়ি রাখতে বলা হলেও তা মানছে খুব কম কোম্পানি।
গাড়ি চালকরা জানান, রাজধানী গণপরিবহণের জন্য কোনো নিদিষ্ট জায়গা নেই। রাতের বেলা রাস্তার পাশেই রাখতে হয় গাড়ি। এতে অনেক সময় অনেক মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যায়।
রাত নামলেই তাই পুরো রাজধানী হয়ে পড়ে অস্থায়ী টার্মিনাল। এতে কোথাও কোথাও দেখা দেয় যানজট। চলে চাঁদাবাজিও। মাঝে মধ্যেই চুরি যায় গাড়ির মূল্যবান যন্ত্রাংশ। শুধু বাস নয়, ট্রাকের জন্যও রাজধানীতে নেই আলাদা স্থায়ী টার্মিনাল।
ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম জানান, রাতে রাজধানী হয়ে পড়ে অস্থায়ী টার্মিনাল। এতে কোথাও কোথাও দেখা দেয় যানজট। অনেক সময় চলে চাঁদাবাজির হওয়া ঘটনাও। এর থেকে যত দ্রুত সম্ভব একটা স্থায়ী সমাধান দরকার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সেলিম রেজা জানান, বাস-ট্রাকের জন্য স্থায়ী টার্মিনালের ব্যবস্থা করার কাজ চলছে।
আধুনিক ও নিরাপদ নগরী গড়তে গণপরিবহনগুলোর স্থায়ী ঠিকানা দেয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরাও।