হবিগঞ্জের চুনারুঘাটের কৃতিসন্তান বিচারপ্রতি আব্দুল হাই না ফেরার দেশে চলে গেছেন
১ min read
কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের কৃতিসন্তান বিচারপ্রতি ও বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান আব্দুল হাই আর নেই।গত কয়েক দিন ধরে তার স্ত্রীসহ করোনায় আক্রান্ত ছিলেন।
জানা যায় যে, ২০ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টায় তিনি শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আই.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। রোববার দুপুর ১১টায় চুনারুঘাট কেন্দ্রীয় ঈদ গাহ ময়দানে ২য়বার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তা মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।তিনি অসংখ্যা আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৬–১৯৯৪ সাল পর্যন্ত ৩ জেলার জেলা ও দায়রা জজ এবং ২০০০-২০০১ইং পর্যন্ত আইন সচিব ছিলেন।এরপর তিনি বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে ২য় বার নিয়োগ পেয়ে ছিলেন।