বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : পণ্যবাহী ট্রাকের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা-কর্মচারী পরিবহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসের চালকসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার আলামপুরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, ক্যাম্পাস শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বহনকারী বাসটি কুষ্টিয়ার উদ্দেশে রওয়ানা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাসটি আলামপুরের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের সামনের গ্লাস এবং ডানপাশের বডি ভেঙে যায়।
এ সময় গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মালেকা, কর্মচারী সমিতির সভাপতি আঞ্জুমান আরার নাতি এবং গাড়ির চালক আহত হন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। একটি নছিমনকে ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে আমাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমাদের বাস বেশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। আমাদের বাসটি কুষ্টিয়ার কাস্টম মোড়ের ডিপোতে নিয়ে আসা হয়েছে।