শ্বশুরের মৃত্যুর খবর বিমানে বসেই শুনতে হল সাকিবকে
১ min read
ডেস্ক রিপোর্ট : গুরুতর অসুস্থ শ্বশুরের শয্যাপাশে গিয়ে দাঁড়াবেন বলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলে বুধবার রাতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।
কিন্তু সেখানে পৌঁছানোর আগে বিমানে বসেই দুঃসংবাদ শুনতে হলো সাকিবকে। শশুরকে আর জীবিত পেলেন না তিনি। সাকিবের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তার শ্বশুর আর নেই। সাকিব পৌঁছার আগেই ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওই দায়িত্বশীল সুত্র জানিয়েছে, এখনো বিমান ভ্রমনে আছেন সাকিব। পৌঁছাবেন আজ বাংলাদেশ সময় মধ্য রাতে। সাকিবের শ্বশুরের নাম মমতাজউদ্দীন। থাকতেন উইসকনসিস স্টেটে।
Facebook Comments