ফকিরহাটে মাসব্যপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান
১ min read
মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার উদ্যোগে মুজিবশতবর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২০-২১ এর আওতায় ফকিরহাট উপজেলা মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, গ্রামীন ব্যাংকের ম্যানেজার মো: জাহাঙ্গির হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেফারী মোস্তাফিজুর রহমান মুক্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় মো: ইবারাত আলী, লিপন বিশ্বাস, জাকির হোসেন সহ প্রশিক্ষনে অংশগ্রহনকারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।