বলো মাগো ——————— কামনা ইসলাম
১ min read
বলো মাগো
কামনা ইসলাম
বলো মাগো, একবার বলো, বিজয়ের উল্লাস,
যুদ্ধ ক্ষেত্রের জীবন নিয়ে,
লিখছি ইতিহাস।
দিন গুলি কি ছিল এমন,
আমরা খেলা করছি যেমন?
না কি বলো পাকসেনারা,
ঢুকে পড়তো, বাঘের মতন?
সূর্য তখন লাল ছিল কি,
উঠতো হেসে চাঁদ?
বলো মাগো আমায় বলো,
লিখছি ইতিহাস।
আমার দেশে সবুজ ঘাসে, পড়তো শিশির ভোরে,
তাই দেখে কি, পাকসেনারা উঠতো সবার ঘরে?
চুপটি করে থেকো না মা,
বলতে হবে আজ,
বিজয় নিশান হাতে পেলাম,
নেই তো কোনো লাজ।
মাগো তোমার বুকের রক্ত চুষে, নিয়ে গেছে ওরা,
পাইনি মাগো ক্ষমা তাই,
জয়ী আজকে মোরা।
লক্ষ প্রাণের বিনিময়ে
সোনার বাংলাদেশ,
বলো মাগো, এই জয়োগান, হবেকি কভু শেষ?
রক্ত সাগর পাড়ি দিয়ে,
এসেছি ফিরে তীরে,
আমার দেশের মাটি মাগো রাখবো বুকে ধরে।
কামনা ইসলাম
লোহাগড়া, নড়াইল
বাংলাদেশ।