লালন শাহ ——— কামনা ইসলাম
১ min read
লালন শাহ
— কামনা ইসলাম
জন্ম তোমার কোন মায়ের গর্ভে জানা যায়নি আজো,
দুঃখের সাথে লড়াই করেও পরান পাখি খোঁজো।
ভালো-মন্দের বিচার করেছো গানের সুরে সুরে
মন পাখিটা উড়ে যেয়ে থাকতে পারেনি দূরে।
খাঁচার ভিতর আচিন পাখি আবার এসেছে ফিরে
বিরহ -বেদনা মুছে ফেলে মিলন করেছো ধিরে।
জাতবিচারের নয় ভেদাভেদ সব মানুষেরই প্রাণ
দিয়েছো খুলে মনের দোয়ার খুঁজেছো মনুসত্বেরঘ্রাণ।
হাজারও জনের মাঝে তুমি অমূল্য রতন
পেয়েছি দেখা মরনের পর, করছি এখন যতন।
গৃহছাড়া লালন শাহের মাজার দেখেছে লোকে
বেঁচে থাকতে একমুঠো ভাত দেয়নি কেন তাকে?
আমার নয়ন কাঁদে শুনলে আজি, লালন শাহের মেলা
লালন নামে শিশু -কিশোর করছে কতো খেলা।
জল পিপাসায় মরলো লালন মেঘনা পাশে থাকতে
একটু ভালোবাসেনি কেন কেউ, তাঁর জীবন বেঁচে থাকতে?
কেমনে লালন এলো গেলো ভবের দুনিয়ায়
বোঝা বড় কঠিন সেতো কার কাছে সুধাই।
কেউ জানেনা জন্ম তাঁর কোন মায়ের কোলে
কোলেপিঠে করেছিলকে সোনার যাদু বলে।
শুনেছি ভাসতে ভাসতে এসেছিল কচুরিপানার পরে
সে তো অক্ষয় নয়, অলৌকিক রূপ রেখে গেলো জগৎ সংসারে।
হাসিখুশি মিষ্টি ভাষি লালন শাহের সুর
কণ্ঠে পাগল করে গেলো মানব প্রাণী কুল।
ধরনীর বুকে ছিলো কতো সুখে বুঝিয়েছিলো গানে
জাত ভেদাভেদ হয়নি তবু, কেন বলতো লোকে লালন কোন জাতের ছেলে?
কামনা ইসলাম
লোহাগড়া, নড়াইল,
বাংলাদেশ।