স্মৃতি তুমি—————- কামনা ইসলাম
১ min read
স্মৃতি তুমি
কামনা ইসলাম
স্মৃতি তুমি পাথর হও
ভুলতে শেখাও মোরে,
হৃদয় কেনো কাঁদে বারবার
ধরে রাখতে চায় তারে।
অমাবস্যায় ওঠে না চাঁদ
তাকে কি পৃথিবী ডাকে,
সূর্য যখন আকাশ ভরা
ছায়া কি ঢেকে রাখে।
জান্নাতি সুবাস মাহিয়ে দিও
তাহার অন্তর জুড়ে,
সেই সুবাসে প্রাণ জুড়াবো
খুঁজে পাবো সবার ভীড়ে।
অন্ধ যেন নাহি হই আমি
খুলে রেখো নয়ন মনি,
একবার শুধু দেখিবো আমি
হইও ফুলের রনি।
ধূসর গোধূলি আসে ফিরে ফিরে
সচ্ছ ঊষা ঢাকা,
হৃদয় দুয়ারে বাঁধ নির্মাণ
বেদনা বিধুর আঁকা।
বক্ষে তবু বাজিছে বাঁশি
সোনা ঝরা হাসির সুর,
মুক্ত দানা দিয়েছো ছড়িয়ে
থেকো তুমি যতোটা দূর।
আশার প্রদ্বীপ শিখা তুমি
চিরন্তন জ্বলে থেকো,
অন্তর কুঠিরে দীপ্ত হয়ে
বহুতে জড়িয়ে রেখো।
কামনা ইসলাম
লোহাগড়া, নড়াইল।
Facebook Comments