কালীগঞ্জে পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক’ খুঁটিতে ধাক্কা লেগে চালকের মৃত্যু
১ min read
জ্যাকশন মাইকেল রোজারিও,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খাদে (বিলের পানিতে) ডুবে চালকের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
নিহত চালকের নাম তারেক (৩৮), নরসিংদীর পলাশ থানার চাতনা গ্রামের বাদশা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার শামিম ভুঁইয়া।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার শামিম ভুঁইয়া বলেন, সোমবার ৭সেপ্টেম্বর বিকেলে টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার কামাড় বাড়ি নামক স্থানে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টঙ্গীগামী চলন্ত একটি পিকআপের ধাক্কা লাগে। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পিকআপের উপরে পড়ে। একপর্যায়ে পিকআপটি সড়কের পাশে খাদে( বিলের পানিতে) পড়ে ডুবে যায়। পরে ডুবন্ত পিকআপের ভেতর থেকে মৃত্যু অবস্থায় চালক তারেকের মরদেহ উদ্ধার করা হয়।