জরুরি অবস্থাতেও জুনে লিগ ফেরানোর চেষ্টা চলছে
১ min read
জরুরি অবস্থায় সরকারের কড়া নির্দেশনার মধ্যেও আগামী জুন মাসে ইংলিশ প্রিমিয়ার লিগ ফেরানোর চেষ্টা চলছে। এ নিয়ে আশাবাদী বেশকটি ক্লাব। সরকারের সঙ্গে শিগগিরই আলোচনার কথাও ভাবছে তারা। তবে বেতন কাটার প্রসঙ্গে ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ফুটবলাররা।
আগামী জুন মাসের মাঝামাঝি সময় খেলা শুরু হতে পারে আর সে অনুযায়ী ক্লাবগুলোকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে কর্তৃপক্ষ। মে মাসে খেলোয়াড়দের ট্রেনিংয়ে ফেরার আভাসও দিচ্ছে গণমাধ্যমগুলো। এ কারণেই গত শুক্রবার ২০টি ক্লাব জরুরি সভায় বসেছিলো।
তাই ক্লোজড ডোরে খেলা চালানোর পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ক্লাব। আর খেলোয়াড়-অফিসিয়ালদের নিরাপত্তা নিশ্চিত করেই লিগ চালু করার কথাও ভাবা হচ্ছে।
এমন কি টেরেস্টিয়াল টিভি চ্যানেলে ম্যাচ দেখানোর পরিকল্পনা আছে। এ সময় ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে সমর্থকদের নিরুৎসাহিত করাই প্রধান লক্ষ্য।