গোবিন্দগঞ্জে ৫’শ পিস ইয়াবা এবং ৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
১ min read
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল : গাইবান্ধার গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে উপজেলার কামদিয়া বাজার হতে পাঁচবিবিগামী রাস্তার মহিষমুড়ি নামক স্থানে শাহারুল হক চৌধুরীর পুকুরের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক কারবারি কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মৃত-আব্দুস সামাদ মন্ডলের ছেলে স্বপন মন্ডল কে ৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত ইয়াবা ও ফেন্সিডিলের মূল্য অনুমান ১ লক্ষ ৫৩ হাজার টাকা। আটক মাদক কারবারি স্বপনের বিরুদ্ধে আরো ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে তাহার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।