খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
১ min read
ডেস্ক রিপোর্ট : রাজধানীর পশ্চিম রাজারবাগের মান্ডা খাল থেকে আসাদুল নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে খাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে শিশু আসাদুল অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এর কিছুক্ষণ পর খালে পড়ে যায় সে। এসময় স্থানীয়রা আসাদুলকে না পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করে। শিশুটির বাবা হাসমত আলী জানান, কাগজের প্লেন উড়াতে গিয়ে তার ছেলে খালে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনজন ডুবুরি। উল্লেখ্য, প্রায় দুই বছর আগে একই খালে পড়ে মারা যায় হৃদয় নামের আরেক শিশু।
Facebook Comments