টিকটক বানাতে গিয়ে পা পিছলে পায়খানার ট্যাংকিতে পড়লেন সিলেটের নুরে জান্নাত
১ min read
ডেস্ক রিপোর্ট : সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে পা পিছলে পায়খানার ট্যাংকিতে পরলো নুরে জান্নাত (১৮) নামের মেয়ে। এই মর্মান্তিক ঘটনা ঘটলো সিলেটের টিলাগড় এলাকায়।
নুরে জান্নাত ক্লাস ১১ তে পড়েন। টিকটক ভিডিও বানাতে বাসার ছাদে উঠেছিলেন বান্ধবিদের সাথে। হঠাৎ নাচতে নাচতে সোজা দেয়াল উলটে নিচে থাকা টয়লেটের ভাঙ্গা ট্যাংকি বা সেপ্টিক ট্যাংকে পড়েন।
পরে নুরে জান্নাতকে গু মাখা শরীরে ট্যাংকি থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের লোকেরা। ফায়ার সার্ভিস কর্মকর্তা সালভি জানান, নুরে জান্নাত মেন্টালি সিক। কিভাবে গুয়ের ট্যাংকিতে এত সময় থাকলো আমি ভাবি।
Facebook Comments