মেসির বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে : সুয়ারেজ
স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ব্যালন ডি অর’ জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমন সাফল্য পেয়ে অভিভূত মেসি বলেছিলনে, ‘অবসরের সময় হয়তো চলেই এসেছে।’
তার এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন, হয়তো আর বেশিদিন খেলবেন না মেসি। কিংবা চলতি মৌসুমের পরই সরে দাঁড়াবেন কেডস জোড়া খুলে। যা রীতিমতো চিন্তায় ফেলে দেয় মেসির ভক্ত-সমর্থকদের।
তবে মেসির ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ জানিয়েছেন, মেসির মধ্যে অবসর নেয়ার কোনো ভাবনা এখনও আসেনি। আরও দীর্ঘদিন তিনি বার্সেলোনার হয়ে খেলে যাবেন।
সুয়ারেজ বলেন, ‘মেসি সবসময়ই আমাকে অবাক করে, প্রতিবার নতুন নতুন ইতিহাস গড়ে। একজন বন্ধু ও সতীর্থ হিসেবে ওর ব্যালন ডি অর জয় আমাকেও আপ্লুত করেছে। এটা আমার জন্য অবশ্যই গর্বের বিষয়।’
এসময় মেসির বক্তব্যকে ভুল বোঝা হয়েছে জানিয়ে সুয়ারেজ আরও বলেন, ‘ওর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন কেউ ব্যালন ডি অর জেতে, তখন সে যেমন খুশি থাকে, তেমন নার্ভাসও থাকে। মেসি যেহেতু আমাদের মতোই মানুষ, তাই সেও নার্ভাস হওয়াই স্বাভাবিক। আসলে মেসি তখন বলতে চেয়েছে কয়েক বছরের মধ্যেই হয়তো অবসরের জন্য ভাবার সময় এসে যাবে।