চবির ছাত্র হলে রামদা-রডসহ দেশীয় অস্ত্র
১ min read
Campus desk:
শুক্রবার রাতে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ ও দিনব্যাপী উত্তেজনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চার ছাত্র হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযানে প্রায় ২০-২৫টি রামদা, বিপুল লাঠিসোঁটা ও রডসহ দেশীয় অস্ত্র, চার বস্তা পাথর উদ্ধার করা হয়।
শনিবার বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত, সোহরাওয়ার্দী, শাহজালাল ও শহীদ আব্দুর রব হলে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া তল্লাশি এক ঘণ্টা চলে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা (উত্তর) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দোলা রেজা বলেন, শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে কিছু দেশীয় অস্ত্রসহ চার বস্তা পাথর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
এর আগে শুক্রবার রাতে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাবেক উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের অনুসারীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ায় উভয়পক্ষের ছয়জন আহত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ক্যাম্পাসের পরিস্থিতির কারণে হলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তবে অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।