থানায় জিডি করতে গিয়ে পুলিশের মোবাইল চুরি
১ min read
National desk:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হেফাজত থেকে সরকারি মোবাইল ফোন চুরি করেছেন এক ব্যক্তি। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পাশাপাশি মোবাইল ফোনটি উদ্ধার করে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় পরিচয়পত্র হারানোর জন্য সাধারণ ডায়েরি করতে ওই ব্যক্তি কোতোয়ালী থানায় গিয়েছিলেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেফতার আব্দুর রহমানের (৬০) বাসা চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকায়। তবে তিনি ঢাকার খিলগাঁওয়ে ছেলের সঙ্গে থাকেন
ওসি মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, সকাল ১১টার দিকে আব্দুর রহমান থানায় জিডি করতে ডিউটি অফিসারের কক্ষে আসেন। থানায় দায়িত্বরত এসআই শম্পা হাজারি জিডি লিখে দেওয়ার সময় আব্দুর রহমান কৌশলে থানার ডিউটি অফিসারের সরকারি নম্বর ০১৭৬৯৬৯৫৬৬৫ মোবাইল সেটটি নিয়ে চলে যান।
পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করে অভিযানে নামে কোতোয়ালী থানা পুলিশ। সন্ধ্যায় ফিরিঙ্গী বাজার বংশাল রোড থেকে রহমানকে গ্রেফতার করা হয় বলে ওসি জানান।
এই ঘটনায় এসআই শম্পা হাজারি বাদী হয়ে মামলা করেছেন।