গাইবান্ধায় আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে অনড় শিক্ষার্থীরা
১ min read
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা সংবাদদাতা : মাস্টার্সে আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে অনড় গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা|
আজ (রবিবার) সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগে তালা ঝুলতে দেখা যায়।
অবস্থান কর্মসূচী থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, গাইবান্ধা সরকারি কলেজে অনার্সে ১৪টি বিভাগে ২ হাজার ৯৫ জন ছাত্র ভর্তির সুযোগ পায়। কিন্তু মাস্টার্সে এসে এই সংখ্যা দাঁড়ায় এক হাজার ১শ ৫ জনে। ফলে কলেজের ৯৯০ জন ছাত্র মাস্টার্সে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কলেজ প্রশাসন মাস্টার্স কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন কার্যকরী উদ্যোগ নেয়নি।
অবিলম্বে কলেজে মাস্টার্স কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায়ে সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান তারা।