মৌরার জোড়া গোলে ম্যানইউকে হারাল টটেনহ্যাম
ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে টটেনম্যাহম। টটেনহ্যামের তিনটি গোলের মধ্যে হ্যারি কেন একটি ও লুকাস মৌরা দুইটি করে গোল করেন। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। এই জয়ের ফলে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে টটেনহ্যাম। আর তিন পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে রয়েছে লিভারপুল।
এদিন ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে স্বাগতিকরাই এগিয়ে ছিল। ম্যাচে ৫৭ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। আর ৪৩ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে টটেনহ্যাম। ম্যানইউ টার্গেটে শট নেয় পাঁচটি। টটেনহ্যামও টার্গেটে শট নেয় পাঁচটি।
ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় টটেনহ্যাম। ৫০তম মিনিটে গোলটি করেন হ্যারি কেন। ৫২তম মিনিটে লুকাস মৌরা গোল করে টটেনহ্যামকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৮৪তম মিনিটে লুকাস মৌরা আবারও গোল করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।