মালয়েশিয়ায় বারফোর্মের ঈদ পুনর্মিলনী
নিউজ ডেস্ক : বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম মালয়েশিয়ার (বারফোর্ম) উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি পিএইচডি গবেষক লিওরণা চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা প্রফেসর কবির আহমেদ, ডা. এটিএম এমদাদুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার পাল, প্রফেসার ড. মুহাম্মদ আসিফ মাহবুব করিম, ড. সাদেভ, ড. আব্দুল আল নোমান, অ্যাসোসিয়েট প্রফেসর ডা. জাহিদুল ইসলাম, প্রভাষক হুমায়ূন কবিরসহ অনেকে।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটির মোহাম্মদ জামিল হোসেন নাসির, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আল আমিন, রাসেল ভুঁইয়া, নাজমুল ইসলাম বাবুল, শহীদ উল্লাহ প্রমুখ।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন একে অন্যের সঙ্গে সোহার্দ্য, সম্প্রীতির বন্ধন বাড়াবে। এছাড়া দেশীয় সংস্কৃতি ধরে রাখতে এ আয়োজন নিয়মিত করারও আহ্বান জানান বক্তারা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জোসেফ লিটন, সহ-সভাপতি আনোন ঘোষ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ রমজান, সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার তমা এবং বারফোর্মের অন্যান্য সদস্যরা।
এছাড়া অনুষ্ঠানে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা সনদ দেওয়া হয়।
ইউনিক ব্যান্ড, জেস্ট বাঙ্গল ব্যান্ড, মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী শিল্পীদের একের পর এক পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে। প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশ গ্রহণে নাচ গান, কবিতা আবৃত্তির মাধমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।