ঢাকাসারাদেশ

১২ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা

টানা তিন দিন ধরে পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজধানী। শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল যা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি।

এদিকে নওগাঁ, দিনাজপুরসহ ৫ জেলায় আজও রয়েছে শৈত্যপ্রবাহের দাপট। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত দুইদিনের তুলনায় শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে রাজধানীর তাপমাত্রা ছিল আরও কম। ছুটির দিন হলেও জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন উত্তুরে বাতাস কাঁপন ধরিয়েছে হাড়ে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ভোরে ঢাকায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আর শৈত্যপ্রবাহের কবলে থাকা নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা-তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কবলে পড়েছে রাজশাহী, রংপুর ও খুলনা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রভাব পড়ছে কৃষিতেও।

এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।