রিভিউ খারিজের আদেশ বিকেলে যাবে কারাগারে
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পুনরি¦বেচনার আবেদন খারিজের আদেশ আজ বৃহস্পতিবার বিকেলে পৌঁছানো হবে কাশিমপুর পার্ট-২ কারাগারে।
আজ বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।
আদালত সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে আপিল বিভাগ থেকে রিভিউ খারিজের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যাবে। সেখান থেকে ওই রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কারাগারে পৌঁছে দেওয়া হবে। এরপর আসামিকে ওই রায়ের কপি পড়ে শোনানো হবে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য তিন বিচারক হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এদিকে কাশিমপুরের পার্ট-২ কারাগারে রয়েছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। সেখানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন জেলার নাসির আহমেদ।
জেলার জানান, রিভিউ খারিজের খবর এখনো জানেন না নিজামী। তবে রায়ের কপি কারাগারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিয়মানুযায়ী তাকে পড়ে শোনানো হবে।