খেলাধুলাফুটবল

বিশ্বকাপের পর মাঠে নেমেই গোল মেসির

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নেমেই গোল করেছেন লিওনেল মেসি। তার স্কোরে লিগ ওয়ানে অঁজেকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। স্প্যানিশ সুপার কাপে শ্বাসরুদ্ধকর টাইব্রেকে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের পাঁচ মিনিটেই একিতিকের গোলে অঁজের বিপক্ষে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে মুকিয়েলের পাস থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও ভিএআর সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি।

অফসাইডের কারণে বাতিল হয় নেইমারের গোলও। জিতে লিগে শীর্ষস্থান মজবুত করল পারিসিয়ানরা।

এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধেই বেনজেমার স্পটকিক থেকে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর সমতা টানেন স্যামুয়েল লিনো। টাইব্রেকে ৪-৩ গোলে জয় পায় আনচেলত্তির দল।

অন্যদিকে সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরে ক্যারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যান সিটি।