বইমেলার প্রস্তুতিতে কাগজের দামের খাঁড়া
এবারের বইমেলায় বাড়তি থাকবে দাম। ৮ মাসের ব্যবধানে কাগজের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায়, বইয়ের দামও বাড়বে বলে জানিয়েছেন প্রকাশকেরা। একইসঙ্গে, বই প্রকাশের সংখ্যাও কমে আসবে বলে আশঙ্কা তাদের। তাই কাগজের দাম কমাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা।
ঠেলাগাড়িতে করে রিম রিম কাগজ আসছে বাংলাবাজারের প্রেসগুলোতে। আগামী মাসেই একুশে বইমেলা, তাই এই কর্মযজ্ঞ। প্রিন্টিং প্রেসগুলোতে চলছে ব্যস্ততা। কাগজ আসার পর তা মাপমতো কেটে, শুরু হয় বই ছাপানোর কাজ।
তবে আগের বছরগুলোর মতো এবার কর্মব্যস্ততা নেই, বলছেন প্রেসের কর্মীরা। ৮ মাসের ব্যবধানে কাগজের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় বই ছাপানোর কাজ কমে গেছে বলে জানাচ্ছেন তারা।
কিংবদন্তী পাবলিকেশনের প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, নতুন বই বাজারে আনার জন্য প্রয়োজনীয় সব খরচই বেড়ে গেছে। তাই এবারের মেলায় বই প্রকাশ কমে যাওয়ার পাশাপাশি বাড়বে দামও।
দেশের প্রকাশনাশিল্পের উন্নয়নে বিশেষ ব্যবস্থার দাবি জানিয়ে কাগজের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান প্রকাশকেরা।