ফের ২২ দিনের জেল হেফাজতে পি কে হালদারসহ ৬ জন
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ৬ অভিযুক্তকে শুনানি শেষে আরও ২২ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
এর আগে ৩৬ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় অভিযুক্তদের কলকাতার নগর দায়রা আদালতে নেওয়া হয়।
স্পেশাল সিবিআই কোর্ট-৩-এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে ৪ ফেব্রুয়ারি পরবর্তী হাজিরার দিন ধার্য করে আদালত।
এর আগে গেল বছরের ৮ ডিসেম্বর পি কে হালদারসহ অন্যদের শেষবারের মতো একই আদালতে তোলা হয়েছিল। ওইদিন বিচারক তাদের ১৩ জানুয়ারি আবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডির আইনজীবী জানিয়েছেন, নতুন করে শুরু হওয়া তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে অভিযোগপত্র জমা ও শুনানির সম্ভাবনা রয়েছে।
২০২২ সালের ১৪ মে কলকাতার উত্তর চব্বিশপরগনা জেলা থেকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হালদারসহ ছজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ১৫ জুলাই কলকাতার নগর ও দায়রা আদালতে চার্জশিট দায়ের করা হয়।
পি কে হালদারসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন এবং মানি লন্ডারিংয়ের মতো দুটি অভিযোগে চার্জশিট দাখিল করে ইডি।