নেইমার নিষিদ্ধ: শিরোপা জয়ের স্বপ্নে বিশাল এক ধাক্কা খেল ব্রাজিল
ডেস্ক : আগে থেকেই কোপার শিরোপা জয়ের একটা আগাম প্রতিশ্রুতি দিয়েছিলেন নেইমার। শুরুটাও সেভাবেই করেছিলেন। পেরুর বিপক্ষে দুর্দান্ত পারপরমেন্সে দলকে ২-১ গোলে জয় এনে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই মাঝপথে থমকে দাঁড়াতে হলো ব্রাজিলিয়ান পোস্টারবয়কে। আর তাতে কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্নে বিশাল এক ধাক্কা খেল ব্রাজিল।
টুর্নামেন্টে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখার কারণে নেইমারকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। অর্থাৎ, কোপা আমেরিকায় ব্রাজিল ফাইনালে উঠলেও খেলা হচ্ছে না বার্সেলোনা তারকার।
৪ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে ব্রাজিল অধিনায়ককে।
অপরদিকে কলম্বিয়া খেলোয়াড় কার্লোস বাক্কাকেও ২ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৫ হাজার ডলার জরিমানা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন।
প্রসঙ্গত, কলম্বিয়ার সাথে ১-০ গোলে ম্যাচ হারের পর কিছুটা উত্তেজিত নেইমার বাক্কার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আর তাতেই কিনা থেমে গেলো নেইমারের কোপা জয়ের প্রতিশ্রুতি।