ধীর গতির কবলে সিলেট বিমানবন্দরে আধুনিকায়ন-সম্প্রসারণ কাজ
ধীর গতির কবলে পড়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ। এ বছরই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি হয়েছে মাত্র ২০ শতাংশ। নকশা পরিবর্তনসহ নানা কারণে কাজে ধীরগতি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে ২০২০ সালের অক্টোবরে আধুনিকায়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধন হয়। দুই হাজার ১১৬ কোটি টাকার প্রকল্পে কাজ করছে চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ।
মূল প্রকল্পের কাজের জন্য ৩৩ মাসের মধ্যে পেরিয়েছে ২৬ মাস। কিন্তু অগ্রগতি হয়েছে মাত্র ২০ শতাংশ। সম্প্রতি বিমানবন্দর পরিদর্শন করে কাজের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহম্মেদ জানান, প্রথমে করোনা ও পরে নকশা পরিবর্তন সংক্রান্ত জটিলতায় ধীরগতির কবলে পড়ে কাজ।
সিলেট মেট্রোপলিটন চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল বলেছেন, বিমানবন্দরটির আধুনিকায়ন হলে ফ্লাইট বাড়ার পাশাপাশি নতুন দ্বার উন্মোচিত হবে পণ্য রপ্তানিতে।
প্রকল্পের আওতায় আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণ হলে একসঙ্গে ওঠানামা করতে পারবে আটটি উড়োজাহাজ। যাত্রী ধারণক্ষমতা উন্নীত হবে বছরে ছয় লাখ থেকে ২০ লাখে।