ঢাকাপ্রচ্ছদসারাদেশ

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে মেয়ের পর মায়ের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় জোসনা বেগম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এনিয়ে ওই ঘটনায় মৃত্যু হল মা মেয়ের।

চিকিৎসকরা জানান, জোসনা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মারা যায় দেড়বছরের শিশু সন্তান মরিয়ম। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধহয়েছিল। এছাড়া তাদের পরিবারের আরও ৩ জন এখন চিকিৎসাধীন।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী ও এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন।

স্থানীয়রা জানান, ভোরের বিকট শব্দ শুনে ওই বাড়িতে জড়ো হন তারা। দেখতে পান গার্মেন্টস কর্মী মনজুরুল তার স্ত্রী কন্যাসহ ৫ জন দগ্ধ। পরে আহতদের উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।