অর্থনীতি

দেশীয় শিল্প বিকাশে এনবিআরের অসহযোগিতার অভিযোগ এফবিসিসিআই সভাপতির

দেশীয় শিল্প বিকাশে এনবিআরের অসহযোগিতা সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গার্মেন্টস শিল্পের এক প্রদর্শনীতে এ অভিযোগ করেন তিনি। এসময় উৎপাদন ঠিক রাখতে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবিও জানান এই ব্যবসায়ী নেতা।

দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। সবশেষ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে প্রায় ৪৩ বিলিয়ন ডলার। এ শিল্পের আনুষঙ্গিক নানা পণ্য নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজন করা হয়েছে চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর।

উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এনবিআর পণ্য আমদানিতে উৎসাহিত করলেও, দেশীয় শিল্প বিকাশে বাধা দিচ্ছে। এতে নানা প্রতিবন্ধকতার শিকার উদ্যোক্তারা।

এ সময় দেশের ছোট শিল্পের জন্য আদর্শ পরিবেশ নেই বলে অভিযোগ করেন এফবিসিসিআই সভাপতি।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি বলেন, তৈরি পোশাকের এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খাত সংশ্লিষ্ট আনুষাঙ্গিক পণ্যের কারখানাগুলো। প্যাকেজিং, বোতাম, হ্যাঙ্গার, স্টিকারসহ প্রায় ৮৩ ভাগ চাহিদা পূরণ করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। ভালো সম্ভাবনা থাকার পরও, সহযোগী শিল্পগুলো সরকারি প্রতিষ্ঠানের আন্তরিকতার অভাবে এগিয়ে যেতে পারছে না।

প্রদর্শনীতে আছে গার্মেন্টস মেশিনারি ও অ্যাক্সেসরিজ, সুতা, কাপড় এবং প্যাকেজিংয়ের বিভিন্ন ধরনের পণ্য। চারদিনের এ পদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।