দীর্ঘসূত্রিতায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে : প্রধান বিচারপতি
ঢাকা, ১২ ডিসেম্বর : দীর্ঘসূত্রিতায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। শুক্রবার সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সমন্বিত উন্নয়ন পরিষদের সপ্তদশ বর্ষপূর্তির অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, দেশের আদালতগুলোতে ধারণক্ষমতার বেশি মামলা স্তূপ হয়ে আছে। প্রচুর মামলাজট। এতে বিচারে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, আদালতগুলোতে পর্যাপ্তসংখ্যক বিচারক ও জনবল নিয়োগ করা হলে মামলাজট কমানো সম্ভব হবে।
ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আসাদুজ্জামান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, রাবেয়া খান, মাহফুজা খানম, কবি আসাদ চৌধুরী, কবি শেখ হাফিজুর রহমান, সাংবাদিক অজয় দাশগুপ্ত, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।