জিমেইলের স্টোরেজ পরিষ্কারের দারুন কৌশল
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের জিমেইল ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। আপনি যদি নিয়মিত ইমেইল পাঠিয়ে থাকেন এবং পেয়ে থাকেন তাহলে এই ১৫ জিবি স্টোরেজ পর্যাপ্ত মনে হবে না। কেননা ১৫ জিবি স্টোরেজ পূর্ণ হয়ে গেলে দেখা যায় এরপর আর কোনো ইমেইল আসে না।ফলে হয় গুরুত্বহীন ইমেইলগুলো ডিলিট করতে হবে নয়তো টাকা খরচ করে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। যা হোক, ইমেইল ডিলিট করার ক্ষেত্রে জিমেইলের সার্চ ফাংশনটি সত্যি দারুন। সার্চ বক্সে তারিখ, প্রাপক, কিওয়ার্ডের পাশাপাশি দারুন কৌশল হিসেবে ফাইল সাইজ লিখে সার্চ করেও ইমেইল ডিলিট করা যায়।অর্থাৎ জিমেইলের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে বড় ফাইলের গুরুত্বহীন ইমেইলগুলো এই কৌশলে ডিলিট করতে পারবেন। ফলে পূর্ণ হওয়া স্টোরেজ খুব দ্রুত খালি করা যাবে। যেমন-
* আপনি যদি নির্দিষ্ট সাইজের যেমন ৫ মেগাবাইট সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Size:5M।
* আপনি যদি ৫ মেগাবাইটের চেয়ে বেশি সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Larger:5M।
* আপনি যদি ৫ মেগাবাইটের চেয়ে আরো কম সাইজের ইমেইলগুলো সার্চ করতে চান, তাহলে সার্চ বক্সে লিখুন Smaller:5M।
* আপনি যদি অ্যাটাসমেন্টসহ বড় সাইজের ইমেইলগুলোর সার্চ করতে চান যেমন যেসব ইমেইলে ৫ মেগাবাইটের বেশি সাইজের ফাইল অ্যাটাচ রয়েছে সেগুলো দেখতে সার্চ বক্সে লিখুন has attachment larger:5M।