গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান আ.লীগের
ডেস্ক রিপোর্ট ; সাম্প্রতিক সময়ে যেসব গুজব ছড়ানো হয়েছে, তা নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের গুজব রটানোর অপচেষ্টা চালাচ্ছে। এসব গুজব কেন্দ্র করে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
একটি নিউজ পোর্টােলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।