গাছে মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির জাহানপুর ইউনিয়নে মাহফিলের মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বশর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার উপজেলার আজাদী বাজারের ডি এস মাইক সার্ভিসের কর্মচারী বশর জাহানপুর নাছির মোহাম্মদ বাড়ির একটি মাহফিলের মাইক লাগাতে গাছে উঠে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ তারের স্পর্শে গাছ থেকে নিচে পড়ে যায় সে। দ্রুত উদ্ধার করে রাউজান গহিরাস্থ জে কে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
বশরের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আবদুল হালিম জানান, দুর্ঘটনাবশত মৃত্যু হওয়ায় ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে দাফন করা হয়েছে।