কুবিতে কাল থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাল (২২ ফেব্রুয়ারি) থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে।