প্রচ্ছদবিনোদন

এ বছর যারা পেলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ ঘোষণা হয়েছে। এবারের ৮০তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বীকৃতি জানানো হয়েছে গত বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে।

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত উৎসব থেকে বিজয়ীদের নাম ঘোষণা হয়।

এ আসরে প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস তৈরি করেছেন পরিচালক রাজামৌলির ছবি ‘আরআরআর’। ‘বেস্ট অরিজিনাল সং’-এর বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’। এছাড়া আর কোন বিভাগে কারা পুরস্কার পেল?

চলুন এক নজরে দেখে নেই ৮০তম গোল্ডেন গ্লোব বিজয়ীদের তালিকা-

১. শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা)- দ্য ফেবেলম্যানস

২. শ্রেষ্ঠ চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি)- দ্য বনশিস অব ইনশারিন

৩. শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা)- কেট ব্ল্যানচেট

৪. সিনেমায় সেরা মৌলিক গান- ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’

৫. শ্রেষ্ঠ ড্রামা সিরিজ- হাউজ অব দ্য ড্রাগন

৬. শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- স্টিভেন স্পিলবার্গ

৭. শ্রেষ্ঠ চিত্রনাট্য- মার্টিন ম্যাকডোনাগ

৮. ইংরেজি ভাষার বাঈরে শ্রেষ্ঠ চলচ্চিত্র- আর্জেন্টিনা, ১৯৮৫

৯. শ্রেষ্ঠ চলচ্চিত অভিনেতা (ড্রামা)- অস্টিন বাটলার

১০. শ্রেষ্ঠ এনিমেশন ফিল্ম- গিলারমো ডেল টরোস পিনোচিও

১১. শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি)- মিশেল ইয়োহ

১২. শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)- কলিন ফারেল