ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছে ইন্দোনেশিয়া। এ ঘটনায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ২০০’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেশটির সারঙ্গ থেকে ১৫ মাইল দূরে এই কম্পন অনুভূত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার আলজাজিরার এক সংবাদ মাধ্যমে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির এ খবর প্রকাশ করা হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ভূুমিকম্পে ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ মারা গেছেন কি না তা জানা যায়নি।