ইউক্রেনের সোলেদারের পতন সময়ের ব্যাপার: রাশিয়া
ইউক্রেনের সোলেদারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে দাবি করেছে রাশিয়া। তবে এ দাবি নাকচ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছে, সোলেদার এখনো কিয়েভের দখলেই আছে। এদিকে, ২৪ ঘণ্টায় শতাধিক রুশ সেনা হত্যার দাবিও করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের সোলেদারে চলছে তীব্র হামলা-পাল্টা হামলা। দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, সোলেদার দখলে নিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। মর্টার ও রকেট হামলায় মৃত্যুপূরীতে পরিণত হয়েছে শহরটি।
রুশ সেনা নিহতের ব্যাপারে কোনো মন্তব্য না করলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোলেদার দখল এখন সময়ের ব্যাপার মাত্র।
সোলেদারে মস্কোর হয়ে আক্রমণের সম্মুখভাগে নেতৃত্বে দিচ্ছে আলোচিত সশস্ত্র রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। বাখমুতসহ বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা।
ওয়াগনার গ্রুপের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম আর টি নিশ্চিত করে, সোলেদারের চতুর্দিক ঘিরে ফেলা হয়েছে। শহরের লবণ খনির সুড়ঙ্গ পথে আগাচ্ছে রুশ সেনারা। লড়াইয়ে প্রায় ৫০০ ইউক্রেনীয় সেনা নিহতের দাবি তাদের।
তবে, ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, এখনো সোলেদারের দখল রয়েছে কিয়েভের হাতেই। পূর্বাঞ্চলীয় এই লবণ খনি সমৃদ্ধ শহরে প্রতিরোধ যুদ্ধ জোরদার করা হয়েছে বলেও দাবি তার।
সোলেদার নিয়ন্ত্রণে রাখাটা ইউক্রেন-রাশিয়া উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় শহরটিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালাতে কিছুটা সুবিধা হচ্ছে রুশ বাহিনীর।
যুদ্ধ শুরুর আগে শহরটিতে ১০ হাজার মানুষ ছিল। যাদের কেউকেই সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ঝুঁকির কারণে বেশিরভাগ নিজ থেকেই চলে গেছে।